
ঘূর্ণিঝড়ের সতর্কতা সত্ত্বেও শনিবার অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা জারি থাকা সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপকূলীয় ১৬ জেলায় তিন নম্বর সতর্ক সংকেত ও জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণে অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
আজ শুক্রবার (৩০ মে) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ জানান, দেশের ৬৪টি জেলায় একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৫ লাখ ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী। পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
পরীক্ষার্থীদের নিরাপত্তা ও দুর্যোগকালীন পরিস্থিতি বিবেচনায় আনার দাবি উঠলেও এখন পর্যন্ত পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি। উপকূলীয় জেলাগুলোতে ঝুঁকি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে ভ্রমণ করতে হবে, যা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।