
রাবিতে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীর স্থায়ী করন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৯ শে মে ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় রা বি দীর্ঘদিন ধরে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত ২৪৬ কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। এর মধ্যে দিয়ে দুইশতকের বেশি সময় ধরে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত ২৬৪ জন সহায়ক ও সাধারণ কর্মচারীর স্থায়ী করুন হল। গত ২২ মে ২০২৫ তারে কি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৯ তম সিনদিকেট সভায় তাদের স্থায়ী করা হয়।
আজ বৃহস্পতিবার উপাচার্য প্রফেসর সালেহ আহসান নকিব নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেন। এসময় উপাচার্য স্থায়ীকরণের এই জটিল প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট যারা সহযোগিতা প্রদান করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই স্থায়ীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার দীর্ঘ দিনের পুঞ্জিভূক্ত একটি সমস্যা সমাধান হল বলেও তিনি উল্লেখ করেন। নিয়োগপত্র হস্তান্তর কালে অন্যান্যদের মধ্যেই উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ইফতেখারুল আলম মাসউদ।জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার প্রমুখো উপস্থিত ছিলেন।
প্রফেসর মে আক্তার হোসেন মজুমদার
প্রশাসক জনসংযোগ দপ্তর।