
কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
৩ বছর মেয়াদী এ কমিটির সভাপতি পদে করইশ পশ্চিম পাড়া সমবায় সমিতির মো. বিল্লাল হোসেন মজুমদার এবং সহ-সভাপতি পদে করইশ পূর্ব পাড়া সমবায় সমিতির মো. জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সদস্য পদে নির্বাচিতরা হলেন:
১ নং ব্লকে আলমগীর হোসেন চৌধুরী,
২ নং ব্লকে কামাল উদ্দিন,
৩ নং ব্লকে আবদুল আজিজ,
৪ নং ব্লকে ইমাম হাছান,
৫ নং ব্লকে সফিকুল ইসলাম
ও ৬ নং ব্লকে মো. মনির হোসেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতিটি পদে একজন করে বৈধ প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটি সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
নির্বাচনের দিন বিআরডিবি কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবুল হাছানাত, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, পৌর বিএনপির নেতৃবৃন্দ, প্রেসক্লাব সভাপতি আতাউল করিমসহ সাংবাদিক ও সুধীজন।
বিকেলে নবনির্বাচিত কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মো. বিল্লাল হোসেন মজুমদার। সভার শুরুতে কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে নবনির্বাচিতদের শুভেচ্ছা জানানো হয়।
এক প্রতিক্রিয়ায় সভাপতি বলেন, “সমিতির বকেয়া ঋণ আদায়, অকার্যকর সমিতিকে সক্রিয় এবং আইনি জটিলতা নিরসনের মাধ্যমে কচুয়া সমিতিকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”