
মাত্র ৫টাকা ফি নিয়ে রোগী দেখেন। নেই কোন চেম্বার কিংবা এসিস্ট্যান্ট। শহর থেকে উনার বাড়ি অনেক দূরে হওয়ায় শহরে একটি রেস্টুরেন্টের বাহিরে বা মিষ্টির দোকানের পাশে বসে রোগী দেখেন।
কর্নাটকের এই ডাক্তারের রোগীর সিরিয়াল সবসময়ই অনেক বড় হয়ে থাকে। অতিরিক্ত টেস্ট কিংবা দামী ও অপ্রয়োজনীয় কোন ঔষধ প্রেসক্রাইব করেন না তিনি। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং এমডি ডিগ্রী অর্জন করেন তিনি। প্রতিদিন গরিব রোগীদের দেখতে এভাবেই বসে যান রাস্তার পাশে।