
গোয়ালন্দে জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডঃ নুরুল ইসলামের গণ সংযোগ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বাংলাদেশ জায়ামাতে ইসলামী’র মনোনীত প্রার্থী, জেলা জায়ামাতে ইসলামীর আমীর ও মজলিসে সূরা সদস্য অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম গোয়ালন্দ শহরে দাওয়াতী গণসংযোগ করেছেন।
শনিবার ( ১৭ মে) বিকেলে গোয়ালন্দ বাজারের বিভিন্ন স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি এই দাওয়াতী গণসংযোগ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো: আলিমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা জামায়াতের আমীর মো: গোলাম আজম মির মালত, উপজেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড: মোশারফ হোসেন, উজানচর ইউনিয়ন জামায়াতের আমীর মাও: শামছুল হক, ছোটভাকলা ইউনিয়ন জামায়াতের আমীর মো: ইমরান হোসেন, গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমীর মাও: জালাল উদ্দিন প্রামাণিক, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো: আনোওয়ার হোসেন মোল্লা, সেক্রেটারী হাফেজ মো: আবু সাইদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক মুফতী মোঃ জাহিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। সেইসাথে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের জন্য জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।