
ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার আওতাধীন টেংগারচর ইউনিয়ন শাখার কমিটি গঠন ও শপথ গ্রহণ।
আজ ৩০/০৪/২৫ ইংরেজি, রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায়, বৈদ্যারগাও উত্তর পাড়া জামেমসজিদে ইসলামি যুব আন্দোলন টেংগারচর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো নাজমুল ফরাজি সাধারণ সম্পাদক গজারিয়া উপজেলা শাখার।
প্রধান মেহমান ছিলেন জনাব মো রফিক মাস্টার সাংগঠনিক সম্পাদক টেংগারচর ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটি।
২৫/২৬ সেশনে যারা দায়িত্ব পান,সভাপতি মো মাহমুদ হাসান, সহ সভাপতি মো আলমগীর হেসেন,সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো সোহেল রানা, প্রচার সম্পাদক মো রবিউল আউয়াল
এছাড়াও উপস্থিত ছিলেন হাত পাখার মেম্বার মো জসিম উদ্দিন, উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্বশীল গন।