
মোহাম্মদ মাহবুবুর রহমান: নিলখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত!
কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক নিলখী উচ্চ বিদ্যালয়ের (EIIN: 105684) এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব ও তরুণ শিল্পপতি মোহাম্মদ মাহবুবুর রহমান। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার স্মারক নং ২.৩৭.১৩,০০০০,২১২.২২.৩৭.২৫.৭২১২ অনুযায়ী, তিনি আগামী ৬ মাসের জন্য এই দায়িত্ব পালন করবেন।
মোহাম্মদ মাহবুবুর রহমান একজন সমাজহিতৈষী ও শিক্ষার গুণগ্রাহী হিসেবে পরিচিত। তার নেতৃত্বে নীলাখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ মাহবুবুর রহমানের নিয়োগে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তার সততা, দূরদর্শিতা ও শিক্ষাবান্ধব মনোভাবের জন্য তিনি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল হক বলেন, “মাহবুবুর রহমান স্যার একজন দায়িত্বশীল নেতা। তার নেতৃত্বে আমাদের বিদ্যালয় নতুন দিকনির্দেশনা পাবে।
মাহবুবুর রহমান তার নতুন দায়িত্ব সম্পর্কে বলেন, “আমার লক্ষ্য নীলাখী উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তোলাই আমার প্রধান উদ্দেশ্য।”
মোহাম্মদ মাহবুবুর রহমানের মতো মেধাবী ও দায়িত্বশীল নেতৃত্ব নীলাখী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে সকলেই আশাবাদী।