
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষাবান্ধব দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেনের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারি কলেজ শাখার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ সুমন উদ্দিনের নেতৃত্বে এ প্রতিনিধি দল কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে প্রকাশিত পঞ্জিকা অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি কলেজ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয় এবং শিক্ষার্থীদের কল্যাণে কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়।
উত্থাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—বর্ষাকালে কলেজের বিভিন্ন স্থানে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটে; দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, কলেজের সামনের রাস্তা ও প্রবেশপথগুলোর জরাজীর্ণ অবস্থা; সংস্কার ও মেরামতের দাবি,পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস পরিবেশ নিশ্চিতকরণ,কলেজ লাইব্রেরির আধুনিকীকরণ ও ব্যবহারযোগ্যতা বৃদ্ধি,নিয়মিত ক্লাস ও পরীক্ষার সময়সূচি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা, এবং সন্ত্রাস ও মাদকমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা।
অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন শিক্ষার্থীবান্ধব এসব প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেন এবং কলেজের চলমান সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল করীম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আনোয়ার সজীব, প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল করীম, অর্থ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সাক্ষাৎ কলেজ প্রশাসন ও ছাত্র সমাজের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।