, বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত প্রীতি ফুটবল ম‍্যাচে পাবনা নগরবাড়ী জয়ী ব্রাহ্মণবাড়িয়া-২-আসনের সীমানা পুর্নবিন্যাসের প্রতিবাদে বিজয়নগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল- মহাসড়ক অবরোধ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাঞ্ছারামপুরে আলোচিত শাহিনুর হত্যাকান্ডের রহস্য উদঘাটন আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আটক সরাইলে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত আলীকদমে পিআইও’র বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে চেয়ারম্যান-মেম্বারদের ঘেরাও কর্মসূচি জাতীয় মাদকবিরোধী অভিযানে চকরিয়ায় ১০ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড টেকনাফে ভয়ংকর অস্ত্রভাণ্ডারসহ শীর্ষ সন্ত্রাসী ‘শফি ডাকাত’ গ্রেপ্তার

অসহায় ফিলিস্তিনের একি অবস্থা

  • প্রকাশের সময় : ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৫১ পড়া হয়েছে

আজ আমার কলম থমকে গেছে, ভাষা খুঁজে পাই না। গাজা—একটি নাম, একটি ভূখণ্ড, একটি যন্ত্রণার প্রতীক। আগুনে পোড়া শহরের বাতাসে ভেসে বেড়ায় রক্ত আর বারুদের গন্ধ। শিশুর কান্না আর মায়ের আর্তনাদ যেন আকাশ ছুঁয়ে যায়, কিন্তু পৃথিবী থাকে নির্লিপ্ত।

একজন মুসলমান হিসেবে আমি কি কিছুই করতে পারলাম না? অস্ত্র তো দূরের কথা, রুটি পাঠানোরও শক্তি আমার নেই। শুধু প্রার্থনা—হ্যাঁ, আমার হাতে আছে দোয়া। সেই দোয়া, যা আরশ কাঁপিয়ে দেয়। সেই দোয়া, যা ফেরেশতাদের কানে পৌঁছায়। আমি কেবল চোখের জলে নামি আল্লাহর দরবারে, গাজার নিপীড়িত সন্তানদের জন্য।

তবুও বুকের ভিতর এক অজানা লজ্জা কাজ করে—এই মানবতার ক্রন্দনে আমি নির্বাক, নিঃসঙ্গ, নিরুপায়।

হে আল্লাহ, তুমি গাজার শিশুদের হেফাজত করো। তুমি তাদের বুক থেকে ভয়ের হাওয়াগুলো সরিয়ে শান্তির বাতাস বয়ে দাও। তুমি অন্ধকারে আলো পাঠাও। তুমি আমাদের গাফেলতা মাফ করো।

প্রিয় গাজা, হয়তো আমি কিছুই দিতে পারিনি, তবুও তুমি আমার হৃদয়ে। তুমি আমার সাহস, তুমি আমার কষ্ট, তুমি আমার দোয়ার ভাষা।

ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা

অসহায় ফিলিস্তিনের একি অবস্থা

প্রকাশের সময় : ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

আজ আমার কলম থমকে গেছে, ভাষা খুঁজে পাই না। গাজা—একটি নাম, একটি ভূখণ্ড, একটি যন্ত্রণার প্রতীক। আগুনে পোড়া শহরের বাতাসে ভেসে বেড়ায় রক্ত আর বারুদের গন্ধ। শিশুর কান্না আর মায়ের আর্তনাদ যেন আকাশ ছুঁয়ে যায়, কিন্তু পৃথিবী থাকে নির্লিপ্ত।

একজন মুসলমান হিসেবে আমি কি কিছুই করতে পারলাম না? অস্ত্র তো দূরের কথা, রুটি পাঠানোরও শক্তি আমার নেই। শুধু প্রার্থনা—হ্যাঁ, আমার হাতে আছে দোয়া। সেই দোয়া, যা আরশ কাঁপিয়ে দেয়। সেই দোয়া, যা ফেরেশতাদের কানে পৌঁছায়। আমি কেবল চোখের জলে নামি আল্লাহর দরবারে, গাজার নিপীড়িত সন্তানদের জন্য।

তবুও বুকের ভিতর এক অজানা লজ্জা কাজ করে—এই মানবতার ক্রন্দনে আমি নির্বাক, নিঃসঙ্গ, নিরুপায়।

হে আল্লাহ, তুমি গাজার শিশুদের হেফাজত করো। তুমি তাদের বুক থেকে ভয়ের হাওয়াগুলো সরিয়ে শান্তির বাতাস বয়ে দাও। তুমি অন্ধকারে আলো পাঠাও। তুমি আমাদের গাফেলতা মাফ করো।

প্রিয় গাজা, হয়তো আমি কিছুই দিতে পারিনি, তবুও তুমি আমার হৃদয়ে। তুমি আমার সাহস, তুমি আমার কষ্ট, তুমি আমার দোয়ার ভাষা।