
কুমিল্লার হোমনায় বিল্লাল হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছে।
আজ বুধবার ঘাড়মোড়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে হোমনা-কাশিপুর রোডের পাশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত বিল্লালের মা শেলী বেগম, ফুফু কুলসুম বেগম, রহিম মেম্বার, মালু মেম্বার, সমাজসেবক আবদুর রহিম, মো. ইয়াছিন, আনোয়ার হোসেন, ইফতেখার, সাইদুল ও নবী হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় কয়েক শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে মাদকমুক্ত সমাজ গঠন এবং বিল্লাল হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবি জানান।
তারা বলেন, “আমরা চাই হত্যাকারীদের ফাঁসির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক। প্রশাসন যেন এই ঘটনার তদন্তে কোনো গাফিলতি না করে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনে।”
উল্লেখ্য, গত রবিবার (১৬ মার্চ) রাতে হোমনা উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামে মাদক সেবন ও ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে বিল্লালকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনায় এলাকাবাসী ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে জোর দাবি জানান, যেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।