
১০ মার্চ সোমবার বাদে আসর হতে প্রায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে হাটহাজারী উপজেলা যুবলীগের ইফতার মাহফিল উদালিয়া চা বাগানে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মণি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক জহির উদ্দিন টিপু, হাটহাজারী উপজেলা যুবলীগ সদস্য মোঃ নাসির উদ্দীন উদালিয়া, ধলই ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক ওসমান গনি রানা, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আলতাফ হোসেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসা ও সুস্থ স্বাভাবিক জীবন যাপনের দোয়া কামনায় মোনাজাত করা হয়।