
টেকনাফ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবেক ওসি প্রদীপ এর সময়কালীন পুরো উপজেলায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। কিছু ভুক্তভোগী জানায় আমরা নিরাপদ ছিলাম ওসি প্রদীপ ও তার চামচারা মিলে ক্রসফায়ারের নাটক করে ৩০/৪০ বিভিন্ন জায়গায় আসামী করে যে একেবারে হাস্যকর ঘটনা বলে অভিহিত।এই ওসি প্রদীপের আমলে ক্রসফায়ার থেকে শুরু করে বাড় ঘর পোড়ানো যত মানবতাবিরোধী কাজ সব কিছু সংঘটিত হয়েছে।তারা বলেন এই মামলার কারণে আজ বিভিন্ন প্রশাসন মনে করে টেকনাফের অধীকাংশ মানুষ অপরাধের সাথে জড়িত। এই কলংক উম্মোচনের জন্য ওসি প্রদীপকে ফাঁসির রায় কর্যকর করে,তার সহযোগিদের,এবং স্বাক্ষী সহ প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী মহল।