
টেকনাফে ভয়ংকর অস্ত্রভাণ্ডারসহ শীর্ষ সন্ত্রাসী ‘শফি ডাকাত’ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ গ্রেপ্তার হয়েছে রোহিঙ্গা ক্যাম্প-ভিত্তিক শীর্ষ সন্ত্রাসী মোঃ শফি, যিনি ‘শফি ডাকাত’ নামে পরিচিত। র্যাব-১৫ এর গোপন অভিযানে সোমবার রাত ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্প-২৬ এর পাশ্ববর্তী পাহাড়ি এলাকায় এ চাঞ্চল্যকর গ্রেপ্তারের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মোঃ শফি (পিতা: দিল মোহাম্মদ) মুছনি ক্যাম্পের সি-ব্লকের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
র্যাব-১৫ জানায়, শফিকে ধরতে এক মাস ধরে চলছিল নিখুঁত গোয়েন্দা নজরদারি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে শফির সহযোগীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে শফিকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী পাশ্ববর্তী গহীন পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিস্ময়কর অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে রয়েছে—
১টি ওয়ান শুটার গান ২টি একনলা বন্দুক ১টি এলজি ৩টি হ্যান্ড গ্রেনেট ১০টি এন্টি-পার্সোনাল মাইন ১০টি ডেটোনেটর
৫০ রাউন্ড তাজা রাইফেল গুলি ৫৩টি খালি রাইফেল কার্তুজ
৬টি শর্টগানের খালি কার্তুজ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)
প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, শফির বিরুদ্ধে রয়েছে ২১টি মামলা। যার মধ্যে রয়েছে দুটি হত্যা মামলা, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও সংঘর্ষের একাধিক মামলা। ক্যাম্পে তার দল বাঙালি ও রোহিঙ্গা বাসিন্দাদের জিম্মি করে ভয়ঙ্কর ত্রাস সৃষ্টি করেছিল।
দেশের নিরাপত্তা ও জনসাধারণের শান্তির স্বার্থে র্যাব-১৫ নিয়মিতভাবে এমন ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করছে বলে জানানো হয়। গ্রেপ্তারকৃত শফিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।