
লামার মিরিঞ্জা ভ্যালিতে পর্যটকের রহস্যজনক মৃত্যু: কটেজের টয়লেটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার
বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালির ডেঞ্জার হিল রিসোর্টের একটি কটেজ থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রিসোর্টের ১২নং কটেজ থেকে লাশটি উদ্ধার করা হয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ডেঞ্জার হিল রিসোর্টের মালিক আকাইদ হোসেন আমাদের ফোনে জানান, একজন পর্যটক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। কটেজের দরজা বন্ধ থাকায় ভেঙে ভিতরে প্রবেশ করি এবং টয়লেটের দরজার উপরের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি। নিহতের পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।”
নিহত আনোয়ার হোসেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু তাহের এবং মাতার নাম আমেনা বেগম।
রিসোর্টের অপর মালিক সাদ্দাম হোসেন জানান, “আনোয়ার হোসেন ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে অবস্থান নিতে আসেন। বুধবার সকালে খাবার দিতে গেলে রিসোর্টের কর্মচারীরা কটেজের দরজা বন্ধ দেখতে পান। কটেজের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখা যায় লাশ ঝুলছে। পরে বিষয়টি ম্যানেজার আব্দুর রাজ্জাক সুমনকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন।”
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করলেও, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে।