
গণঅভ্যুথানের স্বপ্নদ্রষ্টা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত সেক্রেটারী আব্দুল জব্বার
সাল ২০১৬। বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী আব্দুল জব্বার তৎকালীন ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা পূর্ব (বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা নামকরণ) এর সভাপতি ছিলেন। চট্টগ্রাম উত্তর অঞ্চলে আজকের জুলাই গণঅভ্যুথানের সূচনা ও স্বপ্নদ্রষ্টা হলেন আব্দুল জব্বার। তিনি চট্টগ্রাম উত্তর অঞ্চলে এই গণঅভ্যুথানের স্বপ্ন বীজটি তরুণদের মাঝে রুপণ করে যান। যা পরবর্তীতে পালাক্রমে তরুণদের হাত ধরে সেটি বহন করে ফল আসে জুলাই গণঅভ্যুথান। কঠিন সময় ২০১৩,২০১৪,২০১৫ সাল আন্দোলন সংগ্রামের পর আন্দোলনকে তীব্র গতিতে আরো বেগবান করতে, ২০১৬ সাল চট্টগ্রাম জেলা পূর্ব (বর্তমান উত্তর জেলা) একটি সাথী বৈঠকে গণঅভ্যুথান শব্দটি ব্যবহার করে আওয়ামী ফ্যাসিস্টকে পতনের স্বপ্ন দেখিয়ে এক দুর্দান্ত বক্তব্য রাখেন আব্দুল জব্বার। সে দিন তার বক্তব্য বলেছিলেন- আমাদের ভাইয়েরা শেষ রক্ত বিন্দু শরীরে থাকা পর্যন্ত লড়াই করে যাচ্ছে। শহীদ হচ্ছে। শহীদের সারি আরো দীর্ঘ হবে। আবার সময় এসেছে, একজন ভাই শহীদ হওয়ার পর। তার লাশ নিয়ে মিছিল হবে। শুধুমাত্র পাঞ্জাবী দাড়ি-টুপিওয়ালা নই, লক্ষ লক্ষ তরুণ টিশার্ট-প্যান্ট পরিহিত, কিশোর,যুবক-যুবতী, কৃষক-শ্রমিক, রাস্তায় নেমে আসবে। সৃষ্টি হবে গণঅভ্যুথান। এই সরকারের পতন হবে অতি শিঘ্রই। সে সময় আমাদের দায়িত্ব কি? আমরা মানুষের কাছে যেতে হবে, রাস্তায় ডেকে নিয়ে আসতে হবে সাধারণ জনগণকে। দলে দলে মানুষ রাস্তায় নেমে আসবে। সাথী বৈঠকে উপস্থিত শপথের কর্মীদের চোখ ছল ছল করছে। এই জ¦ালাময়ী বক্তব্য হৃদয়ের গভীরে গেথে গিয়ে একটি অগ্নিস্ফুলন সৃষ্টি করেছে। সেদিনের শপথের কর্মীরা স্বপ্ন দেখা শুরু করেছে একটি গণঅভ্যুথান হবে। এই চোখ হবে সেই বিপ্লবের স্বাক্ষী।