
বিশ্ব পরিবেশ দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে ”
র্যালি আলোচনা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে ” প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় ” শ্লোগানকে সামনে রেখে আজ ২৫ জুন, ২০২৫ তারিখ (বুধবার) জেলা প্রশাসন, শেরপুর ও পরিবেশ অধিদপ্তর, শেরপুরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন, শেরপুর; সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, শেরপুর; বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান । বক্তারা তাদের বক্তব্যে প্লাস্টিক দূষণরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দেন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানমালা শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা প্রদান ও সনদপত্র বিতরণ করেন।