
ময়মনসিংহে চাঁদাবাজি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের একটি বিশেষ অভিযানে চাঁদাবাজি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ জুন ২০২৫) ভোর ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা ও মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই (নিঃ) রাজীব তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১। রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া (৩০), পিতা- নুরুজ্জামান ওরফে বাদশা মিয়া, মাতা- সুফিয়া জামান, সাং- বাঘমারা, থানা- কোতোয়ালী।
২। হৃদয় ওরফে সাকিব (২৮), পিতা- মামুন মিয়া ওরফে ঢাকাইয়া মামুন, মাতা- শিল্পি, সাং- কৃষ্টপুর, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।