
টেকনাফ সদরের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে – অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী
আজ শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা সদর জামায়াতের সভাপতি জনাব মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সম্মানিত আমীর ও কক্সবাজার -০৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক জনাব অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিবিরের সভাপতি জনাব আব্দুর রহিম নূরী, উপজেলা জামায়াতের সম্মানিত আমীর জনাব অধ্যাপক রফিক উল্লাহ। এতে আরো বক্তব্য রাখেন পৌর জামায়াতের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ ইসমাইল, টেকনাফ উপজেলা শিবিরের সাবেক সভাপতি ছাত্রনেতা জনাব ছিদ্দিকুর রহমান, টেকনাফ উপজেলা শিবির সভাপতি ছাত্রনেতা জনাব তারেক রহমান, টেকনাফ উপজেলা জামায়াতের যুব বিভাগীয় সেক্রেটারি জনাব জাহাঙ্গীর ইসলাম, টেকনাফ কলেজ শিবিরের সাবেক সভাপতি ছাত্রনেতা জনাব আলী আহমদ, জনাব শহিদুল ইসলাম (সাবেক মেম্বার), জনাব শফিকুল আলম বকুল, জনাব মোহাম্মদ হাসান, মোহাম্মদ আলম, মাস্টার শওকত আলী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন – ন্যায় ও ইনসাফ ভিত্তিক আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের আন্তরিক ভালবাসা অর্জনের মাধ্যমে টেকনাফ সদর ইউনিয়নকে বিজয়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে কর্মীদের অক্লান্ত পরিশ্রম করতে হবে।
admin post