
গোয়ালন্দে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা মজি, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, উজানচর ইউনিয়ন যুবদলের আহবায়ক আরজু প্রামানিকসহ জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে আগামী ২৮ মে’র সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশ সফল করতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।