
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন টেকনাফ সদর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব জালাল আহমদ ইউনিয়নবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে এসেছে। রমজানের এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ ও খুশির বার্তা নিয়ে। তবে, ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি আমাদের সচেতন থাকতে হবে, যেন সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকে।”
তিনি আরও বলেন, “আমি দেশবাসীর অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, মহামারীমুক্ত এক সুন্দর পৃথিবী উপহার দিন—এই প্রার্থনা করি। ঈদ মোবারক!”