
চুনতিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১১: পলাতক বাসচালক সোহেল অবশেষে র্যাবের জালে
চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১১ জন যাত্রী নিহতের ঘটনায় পলাতক বাসচালক মো. সোহেল তালুকদার (২৭)–কে অবশেষে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৬ জুলাই রবিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
আটক সোহেল তালুকদার ঢাকার দক্ষিণখানের ফরহাদাবাদ এলাকার বাসিন্দা মো. হানিফের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, ঢাকার আজিমপুর এলাকা থেকে র্যাব সদস্যরা সোহেলকে আটক করে প্রথমে মিরপুর থানায় হস্তান্তর করে। পরে গত রাতে তাঁকে দোহাজারী হাইওয়ে থানায় আনা হয় এবং আজ সকালে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ২ এপ্রিল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১০ জন যাত্রী নিহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
ঘটনার পর থেকেই রিল্যাক্স পরিবহনের বাসচালক সোহেল পালিয়ে ছিলেন।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের শ্যালক মো. রবিউল হাসান সুজন বাদী হয়ে ৩ এপ্রিল দোহাজারী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।