হ্নীলা মৌলভীবাজার ষ্টেশনে বিজিবির সাথ সংঘর্ষে আহত দিনমজুর আজিজুর রহমান (৫১) মারা গেছেন।
গত ৯ জুন সীমান্তে আসামী ধরাকে কেন্দ্র করে গ্রামবাসীর সাথে বিজিবির সংঘর্ষ হয়। এ ঘটনায় বিজিবি সদস্যরা মৌলভীবাজার ষ্টেশনে এসে শত শত রাউন্ড গুলি চালালে অনেক নিরীহ লোকজন আহত হন।
আহতরা তখন থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলে সেখান থেকে উল্টো তাদেরকে আটক করা হয়। দেয়া হয় আহত ১২ জনসহ দালালের মাধ্যমে নিরীহ অনেকজনের বিরুদ্ধে বানোয়াট মামলা। সেই মামলার ১৬ নং আসামী আজিজুর রহমান।
সিমেন্টের দোকানে দিনমজুরের কাজ করা আজিজুর রহমান সেই ৯ জুন থেকে কক্সবাজর সদর ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ আজ তার মৃত্যু হয়। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হচ্ছে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত বিজিবি সদস্যদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় অনেক নিরীহ মানুষ এলাকাছাড়া রয়েছে এবং আহত প্রায় ৬ জন কারাগারে রয়েছে।