
টেকনাফের হ্নীলায় ক্লাব কাপের ফাইনালের নামে আওয়ামী যুবলীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে এমন একটি অভিযোগ ওঠেছে। আর এ কাজের সঙ্গে বিএনপির কিছু হাইব্রিড সুবিধাবাদী নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে বলে অভিযোগ করেন বিএনপির একাংশ।
অভিযোগে তারা বলেন, ২০২৪ সালের ১০ মে হ্নীলা ইউনিয়ন ক্রীড়া পরিষদের উদ্যোগে শুরু হওয়া টুর্ণামেন্টটি ৫ আগস্ট পরবর্তী সময়ে স্থগিত করা হয়। পরে বিভিন্ন কলাকৌশলে বিএনপির কিছু সুবিধাবাধী নেতার ছত্রছায়ায় ওই টুর্ণামেন্টটির ফাইনাল খেলা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত করার পায়তারা করছে।
কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম অভি বলেন, আওয়ামী ডেভিলদের পরিচালনায় অনুষ্ঠিত হওয়া ক্লাব কাপের ফাইনাল ম্যাচটি বিএনপির কিছু হাইব্রিডদের ছত্রছায়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ফাইনালের মাধ্যমে আওয়ামী যুবলীগকে মাঠে সক্রিয় হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তারা হ্নীলায় আওয়ামী যুবলীগ পুনর্বাসন বন্ধ করতে ক্লাব কাপের ফাইনাল ম্যাচ বন্ধের দাবি করেন।
আরফাত রহমান রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলার আহবায়ক ইউনুস সিকদার বলেন, বিএনপির কিছু সুবিধাবাদী নেতার ছত্রছায়ায় আওয়ামী ডেভিল আনোয়ার হোসেন ননাইয়ার নেতৃত্বে পটপরিবর্তনের পর ফের ক্লাব কাপের নামে সক্রিয় হচ্ছে যুবলীগ। আগামীকাল ক্লাব কাপের ফাইনাল অনুষ্ঠিত হলে যেকোন সময় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। তাই সুন্দর পরিবেশ বজায় রাখতে আগামীকালের ফাইনাল ম্যাচটি বন্ধের দাবি করেন তিনি।
এ ব্যাপারে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্লাব কাপের ফাইনাল ম্যাচের অনুমতি নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে একাধিকবার মুঠোফোনে ফোন করলে তিনি রিসিভ করেননি।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, হ্নীলায় খেলার আয়োজনের বিষয়ে কেউ অভিযোগ করেননি। এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।