হঠাৎ আগুনের কুণ্ডলি, চোখের সামনে বাচ্চাদের শরীর ঝলসে গেল
মা ফাতেমা খানের সঙ্গে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে গিয়েছিলেন ইয়ানা খান। কিন্তু আনন্দের মুহূর্ত নিমিষেই রূপ নেয় বিষাদে। চোখের সামনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় স্কুলের ভবনে। এসময় মাঠের কোনায় থাকায় তারাও দগ্ধ হন। পরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাদেরকে। চিকিৎসা শেষে ফেরার পথে বীভৎস দৃশ্যের বর্ণনা করেন ফাতেমা খাতুন।
ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে হাউমাউ করে কান্না করেন ফাতেমা। তিনি বলেন, ‘আমি বুঝতেই পারিনি কী হলো। হঠাৎ দেখি আগুনের কুণ্ডলি আর বিকট শব্দ। এরপরই চোখের সামনে ছোট বাচ্চাদের শীর ঝলসে গেল। কেউ কেউ নিথর হয়ে পড়ে গেল।’
তিনি বলেন, ‘মুহূর্তেই চারদিকে কান্নার রোল পড়ে গেল। আতঙ্কে সবাই ছোঁটাছুটি করছে। কিন্তু আগুনের তাপের কারণে কেউ সামনে যেতে পারছে না। এ আগুনের রঙ যেন বিভীষিকাময় অন্ধকার।’
‘একটা শিশুর দেহ দুই টুকরো হয়ে গেল, আমি সহ্য করতে পারলাম না। সেখানেই জ্ঞান হারালাম’, বলেন তিনি।
উল্লেখ্য রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থীসহ শতাধিক মানুষ।