
ছবিতে যাকে দেখছেন তার নাম অদিতি পাল। তিনি ভারতের কেরালার মল্লপুরমের একটি স্কুলের গণিতের শিক্ষিকা ছিলেন।
একদিন তাঁর এক ছাত্রী রেলস্টেশনের কাছে প্রিয় শিক্ষিকাকে ভিক্ষা করতে দেখেন। প্রথমে ভালোভাবে চিনতে পারেননি। পরে কাছে গিয়ে ছাত্রী আশ্চর্য্য হয়ে গেল, এটা যে তার স্কুলের প্রিয় অদিতি ম্যাডাম। ছাত্রী ম্যাডামের এই অবস্থা দেখে শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি অবসর নেওয়ার পর আমার সন্তানরা আমাকে ছেড়ে চলে যায় এবং তারা এখন কে কোথায় আছে আমি জানি না। তারাও কখনো আমার খুঁজ নেয় নি। এরপর থেকে আমি অসহায় হয়ে পড়ি। কোন উপায় না দেখে সিদ্ধান্ত নি রেলওয়ে স্টেশনের সামনে ভিক্ষা করার।” প্রিয় শিক্ষিকার এই কথা শুনে ছাত্রী কেঁদে ওঠে এবং তাঁকে তার বাড়িতে নিয়ে যায়। ম্যাডামের জন্য ভাল পোষাক, খাবারদাবারের ব্যবস্থা করেন এবং তার সাথে স্কুলে পড়াশোনা করা প্রতিটি বন্ধুদের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে সবাই মিলে ম্যাডামকে থাকা এবং খাওয়াদাওয়ার জন্য আরও ভাল জায়গার ব্যবস্থা করে দেন।
শিক্ষা এমনিই। নিজের সন্তানেরাও বেইমানী করতে পারে কিন্তু শিক্ষা কখনো বেইমানী করে না। একদিন না হয় একদিন বিলিয়ে দেওয়া শিক্ষা আশীর্বাদ হিসেবে ফেরত আসবেই আসবে। পৃথিবীর প্রতিটি শিক্ষকদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা👏❤️🥹
#teachers #loveyou #students #education #value #people #school