
বুধবার, ১২ মার্চ, রাজধানীর নয়া পল্টানের হোটেল ভিক্টরিতে সৌদি এম্বাসি অনুমোদনের অগ্রগতি এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা ও ইফতার ফলোড বাই ডিনার অনুষ্ঠিত হয়। এই আয়োজনে নন এনলিস্টেড রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্নব অরনা ওয়ার্ল্ড ভিশনের স্বত্বাধিকারী জনাব মো: মোজ্জামেল হক। তিনি তাঁর বক্তব্যে সৌদি আরবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নন এনলিস্টেড রিক্রুটিং এজেন্সিগুলোর ভূমিকা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন নন এনলিস্টেড রিক্রুটিং এজেন্সির আহ্বায়ক ও এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মো: এনায়েত হোসেন (হাসিব)। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৃতি সন্তান হিসেবে সৌদি আরবে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকারের সহযোগিতা, এম্বাসি অনুমোদন প্রক্রিয়া এবং রিক্রুটিং এজেন্সিগুলোর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
সহ-আলোচক হিসাবে বক্তব্য রাখেন সৌদি নন এনলিস্টেড রিক্রুটিং এজেন্সির সদস্য সচিব ও এস কে এস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জনাব সৈকত কুমার সাহা। তিনি বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত সবাইকে নিয়ে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।