সাংবাদিক পুত্রকে হত্যা, এবার পিতাকে হুমকি—‘রিয়েল’ নামে যুবকের বিরুদ্ধে টুঙ্গিপাড়ায় ডায়েরি"
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরিতে সাংবাদিক তপু শেখ অভিযোগ করেছেন, তাকে হত্যা ও ক্ষতি করার হুমকি দিচ্ছে ‘রিয়েল’ নামে এক যুবক।
ডায়েরিতে উল্লেখ করা হয়, সাংবাদিক তপু শেখের পুত্রকে পূর্বে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর থেকে বিভিন্ন সময় তাকে অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকিগুলোর মধ্যে ‘রিয়েল’ নামের এক যুবকের নাম উঠে এসেছে, যাকে এ ঘটনায় সন্দেহ করা হচ্ছে।
তপু শেখ জানান, তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনিক সহায়তা প্রত্যাশা করছেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।