, মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত প্রীতি ফুটবল ম‍্যাচে পাবনা নগরবাড়ী জয়ী ব্রাহ্মণবাড়িয়া-২-আসনের সীমানা পুর্নবিন্যাসের প্রতিবাদে বিজয়নগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল- মহাসড়ক অবরোধ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাঞ্ছারামপুরে আলোচিত শাহিনুর হত্যাকান্ডের রহস্য উদঘাটন আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আটক সরাইলে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত আলীকদমে পিআইও’র বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে চেয়ারম্যান-মেম্বারদের ঘেরাও কর্মসূচি জাতীয় মাদকবিরোধী অভিযানে চকরিয়ায় ১০ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড টেকনাফে ভয়ংকর অস্ত্রভাণ্ডারসহ শীর্ষ সন্ত্রাসী ‘শফি ডাকাত’ গ্রেপ্তার

সকল দায় ঢাকার ওপর চাপাতে চায় জাতিসংঘ

সকল দায় ঢাকার ওপর চাপাতে চায় জাতিসংঘ

বাংলাদেশে প্রস্তাবিত মানবাধিকার কার্যালয়ে যেসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে, তাদের আজীবন দায়মুক্তি চায় জাতিসংঘ। পাশাপাশি এ কার্যালয়ের সব কার্যক্রমের দায় বাংলাদেশকে নিতে হবে। জাতিসংঘ প্রস্তাবিত খসড়ায় এমন শর্ত রাখা হয়েছে। তবে সরকার এ বিষয়ে এখনও সম্মতি দেয়নি। ফলে উপদেষ্টা পরিষদে অনুমোদিত সমঝোতা স্মারক সই হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ঢাকা বলছে, বাংলাদেশে যত দূতাবাস, হাইকমিশন বা আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে, তাদের কারও এ ধরনের সুবিধা দেওয়া হয়নি। এমনকি জাতিসংঘের অন্যান্য সংস্থাকেও এ সুবিধা দেওয়া হয়নি। ফলে মানবাধিকারবিষয়ক কার্যালয়কেও এ সুবিধা দিতে চায় না সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।বাংলাদেশে একটি মানবাধিকার কার্যালয় খুলতে চায় জাতিসংঘ। এ কার্যালয় খোলার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে ঢাকা। বিষয়টি সামনে এগিয়ে নিতে উপদেষ্টা পরিষদ একটি সমঝোতা স্মারকের খসড়া সইয়ের জন্য অনুমোদন করেছে। তবে সমঝোতা স্মারক অনুমোদনের আগে
জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে দাবি করেছে সংস্থাটি। ঢাকা যে খসড়া চূড়ান্ত করেছে, তার কোনো অনুলিপিও তাদের দেওয়া হয়নি। ফলে অনুমোদিত সমঝোতা স্মারকটি পর্যালোচনা করা ছাড়া সই করবে না জাতিসংঘ।
গত ৩ জুন জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে তৎকালীন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট পক্ষগুলো অংশগ্রহণ করে। বৈঠকে প্রস্তাবিত খসড়ায় থাকা ধারা ১৭(২), ১৯, ২০(৩), ২৩(৩), ২৪ ও ২৬ নিয়ে আপত্তি জানান অংশ নেওয়া কর্মকর্তারা। এ ধারাগুলোর মধ্যে ২৪ ও ২৬ না রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক থেকে। পাশাপাশি খসড়ায় থাকা দায়মুক্তি ও প্রাধিকার-সংশ্লিষ্ট বিষয়গুলো জাতিসংঘের অন্যান্য সংস্থার সঙ্গে ইতোমধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এখন পর্যন্ত বাংলাদেশে যত বিদেশি মিশন কাজ করতে এসেছে, সবাই ‘হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট’-এর মাধ্যমে এসেছে। কারও সঙ্গে বাংলাদেশের কোনো সমঝোতা স্মারক সই হয়নি। ফলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার ক্ষেত্রেও আগের চুক্তিগুলো অনুসরণের পরামর্শ দেওয়া হয় বৈঠকে।নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা সমকালকে বলেন, জাতিসংঘ সমঝোতার যে খসড়া পাঠিয়েছে, তাতে হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্টের শর্তের সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত করেছে।সমঝোতা স্মারক সই হলে আইনগত কোনো বাধ্যবাধকতা থাকে না। ফলে আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট প্রয়োজন। আর জাতিসংঘের সব সংস্থার সঙ্গে বাংলাদেশের হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট হয়েছে। তাহলে মানবাধিকার কার্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে কেন– প্রশ্ন রাখেন তিনি।
বাদ দেওয়া দুটি ধারায় কী রয়েছে
জাতিসংঘ প্রস্তাবিত খসড়ায় ২৪ ধারায় বাংলাদেশে কাজ করতে আসা কর্মকর্তাদের স্বামী বা স্ত্রীর এ দেশে কাজ করার অনুমতি চাওয়া হয়েছে। সাধারণত বাংলাদেশে কাজ করতে আসা কোনো কূটনীতিকের স্বামী বা স্ত্রীকে কাজের অনুমতি দেওয়া হয় না। পাশাপাশি যতদূর সম্ভব কর্মকর্তা, মিশন বিশেষজ্ঞ এবং সেবা প্রদানকারী ব্যক্তিদের বাসস্থান পেতে সহায়তা করবে সরকার– এমনটা চেয়েছে জাতিসংঘ। বাংলাদেশ এ ধারায় সম্মত হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।২৬ ধারার আওতায় পরিচালিত এবং উদ্ভূত সকল কার্যক্রমের দায় বাংলাদেশকে নেওয়ার কথা বলেছে জাতিসংঘ। তবে কোনো পক্ষের চরম অবহেলা বা ইচ্ছাকৃত অসদাচরণের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এ ধারাতেও একমত নয় বাংলাদেশ।
বাকি চার ধারা
প্রস্তাবিত সমঝোতা স্মারকের ১৭(২) ধারায় কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের দায়মুক্তি চাওয়া হয়েছে। এমনকি চাকরি থেকে অবসর নেওয়ার পরও এ দায়মুক্তি বলবৎ থাকার কথা স্মারকে বলা রয়েছে। এতে রাজি নয় ঢাকা।
১৯(১) ধারায় বলা হয়েছে, স্মারকে উল্লিখিত সকল ব্যক্তি বাংলাদেশে প্রবেশ ও বের হওয়ার পাশাপাশি দেশের মধ্যে অবস্থান করার অধিকার রাখবেন। এ ক্ষেত্রে তাদের বিষয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে বাংলাদেশের আইন প্রযোজ্য হবে। এ ধারাও বাদ দিতে চায় সরকার। ১৯(২) ধারায় বাংলাদেশে চলাচলের স্বাধীনতার কথা বলা হয়েছে, যা সংশোধন করা হবে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।
সমঝোতা স্মারকের ২০(৩) ধারায় ভ্রমণ, ভিসা, এন্ট্রি পারমিটসহ এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ের কথা বলা হয়। ২৩(৩) ধারায় সামাজিক সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এ ধারাগুলোও জাতিসংঘের অন্যান্য সংস্থার জন্য যে ধরনের হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট রয়েছে, তা অনুসরণ করতে চায় ঢাকা।
পরিবর্তনগুলোর বিষয়ে জানতে চাইলে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক কর্মকর্তা সমকালকে বলেন, আমরা যে প্রস্তাব করেছিলাম, তাতে পরিবর্তন আনা হয়েছে বা হচ্ছে বলে শুনতে পেয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তাই পরিবর্তনগুলো নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে এতটুকু শুধু বলব, এ কার্যালয়ে যারা কাজ করবেন, তারা ঝুঁকি নিয়ে করবেন। তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
জাতিসংঘের ওয়েবসাইট থেকে জানা গেছে, বর্তমানে ১৬টি দেশে জাতিসংঘ মানবাধিকারের এমন কার্যালয় বা ‘কান্ট্রি অফিস’ রয়েছে। এ ছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় প্রধান কার্যালয় এবং আন্তঃদেশীয় সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কার্যালয় রয়েছে। এর বাইরে ১৩টি আঞ্চলিক কার্যালয় রয়েছে ওএইচসিএইচআরের। বাংলাদেশসহ ৪৩টি দেশে এ কার্যালয় স্থাপনের জন্য অনুমতির অপেক্ষায় রয়েছে।
দেশগুলোতে গুম, বিচারবহির্ভূত হত্যা, আটক অবস্থায় নির্যাতন ও মৃত্যু, সব ধরনের বৈষম্য, সমকামীদের অধিকারসহ সব ধরনের অধিকার প্রতিষ্ঠাসহ মানবাধিকার-সংক্রান্ত বিষয়াদি নিয়ে কাজ করে মানবাধিকার-বিষয়ক কার্যালয়। স্থানীয় কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যান্ডেটের ভিত্তিতে মানবাধিকার সুরক্ষা ও প্রসারে সংশ্লিষ্ট দেশের সঙ্গে দেনদরবার করে থাকে জাতিসংঘ। এ ম্যান্ডেটের মধ্যে সাধারণত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, সুরক্ষা এবং সংশ্লিষ্ট দেশের সরকার, নাগরিক সমাজ, ভিকটিম এবং অন্য অংশীজনের সঙ্গে আলোচনা ও কারিগরি সহায়তা দিয়ে থাকে সংস্থাটি। তবে কোনো উন্নত দেশে জাতিসংঘের এমন কার্যালয় নেই।

ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা

সকল দায় ঢাকার ওপর চাপাতে চায় জাতিসংঘ

প্রকাশের সময় : ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

সকল দায় ঢাকার ওপর চাপাতে চায় জাতিসংঘ

বাংলাদেশে প্রস্তাবিত মানবাধিকার কার্যালয়ে যেসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে, তাদের আজীবন দায়মুক্তি চায় জাতিসংঘ। পাশাপাশি এ কার্যালয়ের সব কার্যক্রমের দায় বাংলাদেশকে নিতে হবে। জাতিসংঘ প্রস্তাবিত খসড়ায় এমন শর্ত রাখা হয়েছে। তবে সরকার এ বিষয়ে এখনও সম্মতি দেয়নি। ফলে উপদেষ্টা পরিষদে অনুমোদিত সমঝোতা স্মারক সই হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ঢাকা বলছে, বাংলাদেশে যত দূতাবাস, হাইকমিশন বা আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে, তাদের কারও এ ধরনের সুবিধা দেওয়া হয়নি। এমনকি জাতিসংঘের অন্যান্য সংস্থাকেও এ সুবিধা দেওয়া হয়নি। ফলে মানবাধিকারবিষয়ক কার্যালয়কেও এ সুবিধা দিতে চায় না সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।বাংলাদেশে একটি মানবাধিকার কার্যালয় খুলতে চায় জাতিসংঘ। এ কার্যালয় খোলার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে ঢাকা। বিষয়টি সামনে এগিয়ে নিতে উপদেষ্টা পরিষদ একটি সমঝোতা স্মারকের খসড়া সইয়ের জন্য অনুমোদন করেছে। তবে সমঝোতা স্মারক অনুমোদনের আগে
জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে দাবি করেছে সংস্থাটি। ঢাকা যে খসড়া চূড়ান্ত করেছে, তার কোনো অনুলিপিও তাদের দেওয়া হয়নি। ফলে অনুমোদিত সমঝোতা স্মারকটি পর্যালোচনা করা ছাড়া সই করবে না জাতিসংঘ।
গত ৩ জুন জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে তৎকালীন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট পক্ষগুলো অংশগ্রহণ করে। বৈঠকে প্রস্তাবিত খসড়ায় থাকা ধারা ১৭(২), ১৯, ২০(৩), ২৩(৩), ২৪ ও ২৬ নিয়ে আপত্তি জানান অংশ নেওয়া কর্মকর্তারা। এ ধারাগুলোর মধ্যে ২৪ ও ২৬ না রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক থেকে। পাশাপাশি খসড়ায় থাকা দায়মুক্তি ও প্রাধিকার-সংশ্লিষ্ট বিষয়গুলো জাতিসংঘের অন্যান্য সংস্থার সঙ্গে ইতোমধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এখন পর্যন্ত বাংলাদেশে যত বিদেশি মিশন কাজ করতে এসেছে, সবাই ‘হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট’-এর মাধ্যমে এসেছে। কারও সঙ্গে বাংলাদেশের কোনো সমঝোতা স্মারক সই হয়নি। ফলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার ক্ষেত্রেও আগের চুক্তিগুলো অনুসরণের পরামর্শ দেওয়া হয় বৈঠকে।নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা সমকালকে বলেন, জাতিসংঘ সমঝোতার যে খসড়া পাঠিয়েছে, তাতে হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্টের শর্তের সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত করেছে।সমঝোতা স্মারক সই হলে আইনগত কোনো বাধ্যবাধকতা থাকে না। ফলে আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট প্রয়োজন। আর জাতিসংঘের সব সংস্থার সঙ্গে বাংলাদেশের হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট হয়েছে। তাহলে মানবাধিকার কার্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে কেন– প্রশ্ন রাখেন তিনি।
বাদ দেওয়া দুটি ধারায় কী রয়েছে
জাতিসংঘ প্রস্তাবিত খসড়ায় ২৪ ধারায় বাংলাদেশে কাজ করতে আসা কর্মকর্তাদের স্বামী বা স্ত্রীর এ দেশে কাজ করার অনুমতি চাওয়া হয়েছে। সাধারণত বাংলাদেশে কাজ করতে আসা কোনো কূটনীতিকের স্বামী বা স্ত্রীকে কাজের অনুমতি দেওয়া হয় না। পাশাপাশি যতদূর সম্ভব কর্মকর্তা, মিশন বিশেষজ্ঞ এবং সেবা প্রদানকারী ব্যক্তিদের বাসস্থান পেতে সহায়তা করবে সরকার– এমনটা চেয়েছে জাতিসংঘ। বাংলাদেশ এ ধারায় সম্মত হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।২৬ ধারার আওতায় পরিচালিত এবং উদ্ভূত সকল কার্যক্রমের দায় বাংলাদেশকে নেওয়ার কথা বলেছে জাতিসংঘ। তবে কোনো পক্ষের চরম অবহেলা বা ইচ্ছাকৃত অসদাচরণের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এ ধারাতেও একমত নয় বাংলাদেশ।
বাকি চার ধারা
প্রস্তাবিত সমঝোতা স্মারকের ১৭(২) ধারায় কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের দায়মুক্তি চাওয়া হয়েছে। এমনকি চাকরি থেকে অবসর নেওয়ার পরও এ দায়মুক্তি বলবৎ থাকার কথা স্মারকে বলা রয়েছে। এতে রাজি নয় ঢাকা।
১৯(১) ধারায় বলা হয়েছে, স্মারকে উল্লিখিত সকল ব্যক্তি বাংলাদেশে প্রবেশ ও বের হওয়ার পাশাপাশি দেশের মধ্যে অবস্থান করার অধিকার রাখবেন। এ ক্ষেত্রে তাদের বিষয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে বাংলাদেশের আইন প্রযোজ্য হবে। এ ধারাও বাদ দিতে চায় সরকার। ১৯(২) ধারায় বাংলাদেশে চলাচলের স্বাধীনতার কথা বলা হয়েছে, যা সংশোধন করা হবে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।
সমঝোতা স্মারকের ২০(৩) ধারায় ভ্রমণ, ভিসা, এন্ট্রি পারমিটসহ এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ের কথা বলা হয়। ২৩(৩) ধারায় সামাজিক সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এ ধারাগুলোও জাতিসংঘের অন্যান্য সংস্থার জন্য যে ধরনের হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট রয়েছে, তা অনুসরণ করতে চায় ঢাকা।
পরিবর্তনগুলোর বিষয়ে জানতে চাইলে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক কর্মকর্তা সমকালকে বলেন, আমরা যে প্রস্তাব করেছিলাম, তাতে পরিবর্তন আনা হয়েছে বা হচ্ছে বলে শুনতে পেয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তাই পরিবর্তনগুলো নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে এতটুকু শুধু বলব, এ কার্যালয়ে যারা কাজ করবেন, তারা ঝুঁকি নিয়ে করবেন। তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
জাতিসংঘের ওয়েবসাইট থেকে জানা গেছে, বর্তমানে ১৬টি দেশে জাতিসংঘ মানবাধিকারের এমন কার্যালয় বা ‘কান্ট্রি অফিস’ রয়েছে। এ ছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় প্রধান কার্যালয় এবং আন্তঃদেশীয় সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কার্যালয় রয়েছে। এর বাইরে ১৩টি আঞ্চলিক কার্যালয় রয়েছে ওএইচসিএইচআরের। বাংলাদেশসহ ৪৩টি দেশে এ কার্যালয় স্থাপনের জন্য অনুমতির অপেক্ষায় রয়েছে।
দেশগুলোতে গুম, বিচারবহির্ভূত হত্যা, আটক অবস্থায় নির্যাতন ও মৃত্যু, সব ধরনের বৈষম্য, সমকামীদের অধিকারসহ সব ধরনের অধিকার প্রতিষ্ঠাসহ মানবাধিকার-সংক্রান্ত বিষয়াদি নিয়ে কাজ করে মানবাধিকার-বিষয়ক কার্যালয়। স্থানীয় কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যান্ডেটের ভিত্তিতে মানবাধিকার সুরক্ষা ও প্রসারে সংশ্লিষ্ট দেশের সঙ্গে দেনদরবার করে থাকে জাতিসংঘ। এ ম্যান্ডেটের মধ্যে সাধারণত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, সুরক্ষা এবং সংশ্লিষ্ট দেশের সরকার, নাগরিক সমাজ, ভিকটিম এবং অন্য অংশীজনের সঙ্গে আলোচনা ও কারিগরি সহায়তা দিয়ে থাকে সংস্থাটি। তবে কোনো উন্নত দেশে জাতিসংঘের এমন কার্যালয় নেই।