শিশু নির্যাতনের দায়ে লামায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
বান্দরবানের লামা উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে নির্যাতনের দায়ে নজরুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়েশা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ নজরুল ইসলাম ওরফে বেচু (২৯), লামা উপজেলার চেয়ারম্যান পাড়া গ্রামের জিয়াবুল হকের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, শিশুটিকে ভয়ভীতির মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
এ রায়ের মাধ্যমে শিশু অধিকার সুরক্ষায় বিচার বিভাগের দৃঢ় অবস্থান আবারও প্রতিফলিত হলো বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সূত্র: বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত প্রতিবেদন