
নিরিবিলি গ্রুপের চেয়ারম্যান লুৎফুর রহমান কাজল বিএফআরআই পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নিরিবিলি গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।
গত ৬ মার্চ বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন দায়িত্ব পাওয়ায় আলহাজ্ব লুৎফুর রহমান কাজলকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।