লালমনিরহাটে পানি নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর, ছয় ঘণ্টা পর পুকুর থেকে নিথর দেহ উদ্ধার।
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ এলাকায় পুকুরে ডুবে মিরাজ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নিখোঁজ হওয়ার পর প্রায় ছয় ঘণ্টার উদ্ধার অভিযানে রাতে নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত মিরাজ পঞ্চগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে মিরাজ তার দাদা আফজাল হোসেনের সঙ্গে বাড়ির পার্শ্বে পুকুরে গরুর ঘাস ধোয়ার জন্য যায়। দাদা ঘাস ধুয়ে বাড়ি ফিরে এলেও মিরাজ পুকুরপাড়ে পানি নিয়ে খেলতে থাকে। একপর্যায়ে সে পানিতে পড়ে ডুবে যায়।
পরিবার ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সহায়তায় রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা অভিযান চালায়। রাতে পুকুর থেকে মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি আসাদ জানান, পুকুরটির গভীরতা প্রায় ৩০-৩৫ ফুট হওয়ায় উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, “ঘটনার পর শিশুটির মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে।”