
রাজশাহী এডভোকেট বার এসো সিয়েশন কতৃক ঈদ বোনাস।
দৃষ্টিকোণ সংবাদ রাজশাহী স্টাফ রিপোর্টার মো হিটলার হোসেন।
রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন কতৃক আসন্ন ঈদ উল আযাহা ২০২৫ এর উৎসব বোনাস বাবর জন প্রতি বিশ হাজার টাকা প্রদান কোরিয়া উদ্বোধন করেন অএ বার এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট জমশেদ আলী। আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশন হিসাব সম্পাদক জনাব অ্যাডভোকেট আদিম ইমাম ডালিম এবং অন্যান্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ। রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সকল আইনজীবী বৃন্দকে বার অফিস থেকে বোনাসের টাকা সংগ্রহ করার জন্য অনুরোধ করা হইল। যারা রোজার ঈদ বোনাস এবং বৈশাখী বোনাস বৈশাখী বোনাস এখনো উত্তরণ করেন নাই তারা একসাথে উত্তোলন করতে পারবেন।