রাজবাড়ীতে রুপল হত্যা মামলার আসামির বাড়ি ভাঙচুর, এক এসআই আহত
রাজবাড়ীতে রুপল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন শেষে আসামির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বাধা দিতে গিয়ে আহত হন রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন।
রোববার (১৮ মে) বিকেল ৪ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যান চালক রুপল শেখকে (৩০)। এ ঘটনায় ওইদিন রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। শনিবার ভোরে মামলার চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে থানা পুলিশ।
১৮ মে (রোববার) বিকেলে রাজাপুর ব্রিজে রুপল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আসামি শামসুদ্দিন বিশ্বাসের বাড়িতে হামলা করেন মানববন্ধনকারীরা। হামলায় বাধা দিলে ইট দিয়ে মাথায় আঘাত করে আহত করা হয় সদর থানার এসআই সাব্বির হোসেনকে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, আহত এসআই সাব্বির হোসেনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে মানিক নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্যান্য দোষীদের ধরতে ধরতে অভিযান চলমান রয়েছে।