হ্নীলায় রিক্সা চালকের ছেলে লিভার জন্ডিসে আক্রান্ত মানবিক সহায়তা কামনা।
টেকনাফের হ্নীলা ফুলের ডেইলের রিক্সা চালক জামাল হোছনের শিশু পুত্র জটিল লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। আদরের চেলেকে বাঁচানোর আশায় এলাকার দানবীর, সমাজসেবকসহ সকলের নিকট মানবিক সহায়তা কামনা করেছেন।
জানা যায়, গত পক্ষকাল আগে হ্নীলা ফুলের ডেইলের দিনমজুর বনি আমিনের পুত্র জামাল হোছনের সংসারে দুই ছেলে-মেয়ের মধ্যে রবি আলম (৬) এর জন্ডিস ধরা পড়ে। ছেলের জীবন বাঁচাতে পিতার রিক্সা বিক্রি করে কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে চিকিৎসা করান। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মারাত্নক লিভার জন্ডিস ধরা পড়ে। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। আর্থিক সংকটের কারণে আদরের একমাত্র ছেলেকে বাঁচাতে এলাকার দানবীর, সমাজসেবকসহ সর্বস্তরের মানুষের নিকট মানবিক সহায়তা কামনা করেছেন।
আপনারাা চাইলে ভিকটিমের পিতা রিক্সা চালক জামাল হোছনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে
বিকাশ/নগদ-(০১৮৭৯-৬৪৩৪০২) মানবিক সহায়তা দিয়ে একটি শিশুর জীবন বাঁচাতে সহায়তার হাত বাড়িয়ে দিন।