
মহান মে দিবসে এনসিপির উদ্যোগে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে ৩টায় সুধারাম মডেল থানার সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ—সুপার মার্কেট মোড়, টাউন হল মোড়সহ—প্রদক্ষিণ করে পিটিআই স্কুলের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আয়োজনে পরিবহন শ্রমিক, রিকশা শ্রমিক, ডেল্টা জুট মিলস-এর শ্রমিক, দিনমজুরসহ কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দক্ষিণাঞ্চলের অন্যতম সংগঠক নফিউল ইসলাম। তিনি বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষায় এবং ন্যায্য দাবিদাওয়া আদায়ে এনসিপি সবসময় শ্রমিকদের পাশে থাকবে। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মালিক-শ্রমিক একসঙ্গে কাজ করবে।”
তিনি আরও বলেন, “শ্রমিকবান্ধব সংগঠন হিসেবে এনসিপি সরকারের সঙ্গে শ্রমিকদের অধিকারের বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির গুলশান থানা প্রতিনিধি ফয়সাল হোসেন, জাতীয় নাগরিক কমিটির নোয়াখালী জেলার অন্যতম সদস্য হুসেইন আহমেদ গালিব, জুলাই আহত তানভীর হাসান, শ্রমিক নেতা রাশেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সিনিয়র মুখ্য সংগঠক নাহিদা সুলতানা ইতু, যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান রাফি এবং বিপ্লবী কবি স্বাধীন জসিম প্রমুখ।