
বাংলাদেশী যুবক খুন হয়েছে রোহিঙ্গার হাতে
টেকনাফ পৌরসভার কে,কে পাড়ায় রোহিঙ্গা সাদেক নামের এক ব্যক্তি স্হানীয় বাসিন্দা নজিমুল্লাহকে মোবাইল ফোন চুরির অভিযোগে তাঁকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। অদ্য রবিবার সকাল আনুমানিক ০৮:০০ টার সময় টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কায়ুকখালী পাড়ায় এ ঘটনা ঘটেছে।
মৃত যুবক মো. নজিমুল্লাহ প্রকাশ (২৮) তিনি টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কে কে পাড়া মৃত রহিম উল্লাহর ছেলে। তাঁকে আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মো. নজিমুল্লাহর মা এলমা খাতুন সাংবাদিকদের জানান, বাড়ি থেকে আমার ছেলে ফজরের নামাজের পর বাজারে যাচ্ছিল নাস্তা করতে। তাঁকে মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদে পিটিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, আমি ছেলে হত্যার বিচার চাই দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার নাঈমা সিফাত বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বুকের ডান পাশে ছুরিকাঘাতের জখম ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিহত নজিমুল্লাহ’র লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত নজিমুল্লহ’র পরিবার এখনো অভিযোগ দায়ের করেনি, অভিযোগ হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।