ফরিদপুর পদ্মার চরে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের জয়
"সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" প্রতিপাদ্যে "একটি ফুটবল, একটি পৃথিবী" স্লোগানে ফরিদপুর সদরের গোলডাঙ্গিতে প্রীতি ফুটবল ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করেছে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব, রাজবাড়ী।
শনিবার (১৯ জুলাই) বিকেল ৫ টায় ফরিদপুর সদর উপজেলার গোলডাঙ্গি পদ্মার চর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে গোলডাঙ্গি ফুটবল একাদশ, ফরিদপুর বনাম গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব, রাজবাড়ী একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ৩-১ গোলের ব্যবধানে গোলডাঙ্গির চর ফুটবল একাদশকে পরাজিত করে জয়ী হয়।
গোলডাঙ্গি ফুটবল একাদশ, ফরিদপুরের আয়োজনে এসময় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে সরাসরি মাঠে উপস্থিত ছিলেন, সোনালী অতীত ক্লাবের সিনিয়র ফুটবলার আরিফ হোসেন নারু, উপদেষ্টা, কাতার প্রবাসী কেএম সোহেল মাহমুদ, শিক্ষক মো. জহিরুল ইসলাম, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান, সিঙ্গাপুর প্রবাসী মো. জাহাঙ্গীর মোল্লা, লুৎফর রহমান, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সদস্য মো. নজরুল ইসলাম, রেজাউল করিম প্রমুখসহ অন্যান্য সদস্যবৃন্দ ও দুদলের খেলোয়াড়সহ ক্রীড়ামোদী দর্শক।
প্রীতি ম্যাচ সম্পর্কে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং শিশুদের মোবাইলের নেশা থেকে দূরে রাখতে মাঝে মধ্যেই আমরা এমন আয়োজন করে থাকি এবং নিজ উপজেলা থেকে অন্য উপজেলায় খেলতে যায়। যাতে করে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয় এবং খেলায় অভিজ্ঞতা অর্জন করে।