
প্রকাশ্যে হুমকি ও চাঁদা দাবি: যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর অভিযোগ কবিরহাটে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি ওই নারীকে প্রকাশ্যে হুমকি দেন এবং চাঁদা দাবি করেন।
বুধবার (২১ মে) রাতে নয়নের বিরুদ্ধে বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করা ভিডিও স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে আসে, যেখানে তাকে দেশীয় অস্ত্র হাতে ওই নারীর বাড়ির সামনে উপস্থিত থাকতে দেখা যায়। ভিডিওতে তাকে হুমকিমূলক এবং আপত্তিকর বক্তব্য দিতেও শোনা যায়।
ভুক্তভোগী নারী (৩৬), যিনি সৌদি প্রবাসীর স্ত্রী এবং ফতেহজঙ্গপুর গ্রামের বাসিন্দা, জানান—তিনি নিজ বাড়িতে নির্মাণকাজ চালাচ্ছেন। অভিযোগ অনুযায়ী, নয়ন তার কাছে সাড়ে তিন লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। তিনি বলেন, “আমার ছোট ছোট তিনটি সন্তান রয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। নয়নের কারণে দিন-রাত আতঙ্কে থাকি।”
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন নয়ন বলেন, “আমি কারও কাছ থেকে চাঁদা চাইনি। প্রতিবেশী হওয়ার কারণে কথাবার্তা হয়েছে। ভিডিওতে কী বলা হয়েছে, তা ঝগড়ার মধ্যে বলেছি—সব মনে নেই।”
উল্লেখ্য, এর আগে এক সরকারি কর্মচারীর কাছ থেকেও নয়ন চাঁদা চাওয়ার অভিযোগে আলোচনায় আসেন এবং সে সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যুবদলের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমন বলেন, “এ ধরনের ঘটনায় সংগঠন কোনভাবেই প্রশ্রয় দেবে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান, “বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”