
পুলিশের উপপরিদর্শক রামপ্রসাদের বাড়িতে ডাকাতি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে পুলিশের উপপরিদর্শক রামপ্রসাদের বাড়িতে ডাক্তাতি হয়েছে।
(২৭ জুন) বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।
ওই বাড়িতে রামপ্রসাদের বাবা ও মা ছিলেন। তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল টাকা ও স্বর্ণলংকার লুটকরে পালিয়ে যায়।
রাম প্রসাদ সরকারের মা মিনা রানী সরকার জানান বৃহস্পতিবার রাত ১টার দিকে ১০-১২ জন ডাকাত দরজা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। তাদের চিকিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে ডাকাত দল ককটেল বিস্ফোরক ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনা মামলা দায়ের প্রস্তুতি চলছে।