, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত প্রীতি ফুটবল ম‍্যাচে পাবনা নগরবাড়ী জয়ী ব্রাহ্মণবাড়িয়া-২-আসনের সীমানা পুর্নবিন্যাসের প্রতিবাদে বিজয়নগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল- মহাসড়ক অবরোধ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাঞ্ছারামপুরে আলোচিত শাহিনুর হত্যাকান্ডের রহস্য উদঘাটন আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আটক সরাইলে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত আলীকদমে পিআইও’র বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে চেয়ারম্যান-মেম্বারদের ঘেরাও কর্মসূচি জাতীয় মাদকবিরোধী অভিযানে চকরিয়ায় ১০ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড টেকনাফে ভয়ংকর অস্ত্রভাণ্ডারসহ শীর্ষ সন্ত্রাসী ‘শফি ডাকাত’ গ্রেপ্তার

পাঁচবিবিতে ভুয়া এনজিওর নামে কোটি টাকা প্রতারণা

  • প্রকাশের সময় : ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৫৪ পড়া হয়েছে

পাঁচবিবিতে ভুয়া এনজিওর নামে কোটি টাকা প্রতারণা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া এলাকায় ভুয়া এনজিওর নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন আসাদুজ্জামান মানিক (পিতা: মৃত আমিরুল ইসলাম, সাং: চানপাড়া)। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন এনজিওর নামে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

সরজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসাদুজ্জামান কখনো নিজেকে সবুজ ছায়া এনজিও’র প্রতিনিধি, আবার কখনো আশ্রয় এনজিও বা অন্যান্য সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লোনের নামে টাকা সংগ্রহ করতেন। প্রতারণার মাধ্যমে তিনি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দুই কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আজ (রবিবার) দুপুর ১টার দিকে পাঁচবিবি থানা পুলিশের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামানের বিরুদ্ধে জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় মোট ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।

এলাকাবাসীরা দাবি করেছেন, তারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত চান এবং আসাদুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন যেন এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের কয়েকজন সদস্যের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করেছি। তদন্ত এখনো চলমান রয়েছে। তার বিরুদ্ধে ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।

ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা

পাঁচবিবিতে ভুয়া এনজিওর নামে কোটি টাকা প্রতারণা

প্রকাশের সময় : ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

পাঁচবিবিতে ভুয়া এনজিওর নামে কোটি টাকা প্রতারণা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া এলাকায় ভুয়া এনজিওর নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন আসাদুজ্জামান মানিক (পিতা: মৃত আমিরুল ইসলাম, সাং: চানপাড়া)। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন এনজিওর নামে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

সরজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসাদুজ্জামান কখনো নিজেকে সবুজ ছায়া এনজিও’র প্রতিনিধি, আবার কখনো আশ্রয় এনজিও বা অন্যান্য সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লোনের নামে টাকা সংগ্রহ করতেন। প্রতারণার মাধ্যমে তিনি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দুই কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আজ (রবিবার) দুপুর ১টার দিকে পাঁচবিবি থানা পুলিশের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামানের বিরুদ্ধে জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় মোট ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।

এলাকাবাসীরা দাবি করেছেন, তারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত চান এবং আসাদুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন যেন এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের কয়েকজন সদস্যের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করেছি। তদন্ত এখনো চলমান রয়েছে। তার বিরুদ্ধে ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।