
নোয়াখালী সদরের দাদপুর ইউনিয়নে জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন।
নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দাদপুর ইউনিয়নের এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাদপুর ইউনিয়ন জামায়াতের আমির গোলাম রহমান সোহাগের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের গণমানুষের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নোয়াখালী জেলার আমীর, শিক্ষাবিদ ইসহাক খন্দকার (বিএসসি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা নাজমুল ইসলাম শামীম, সদর উপজেলা জামায়াতের আমির, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)মাওলানা হাফেজ মহিউদ্দিন, সদর উপজেলা সেক্রেটারি, ডাঃ মিরাজুল ইসলাম,মাওলানা সিরাজুল ইসলাম।
বক্তারা সবাই জামায়াতের কর্মীদের উদ্দেশ্যে আদর্শচ্যুতি থেকে দূরে থেকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
শিক্ষাবিদ ইসহাক খন্দকার বলেন, “দেশের বর্তমান সংকটে ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে সচেতন, সক্রিয় ও ত্যাগী হয়ে কাজ করতে হবে।” তিনি সাংগঠনিকভাবে শক্তিশালী ও আদর্শিক ভিত্তিতে দল গঠনের ওপর জোর দেন।
সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে জামায়াতের কর্মীদের মাঝে নবউদ্দীপনা লক্ষ্য করা যায়।