নোয়াখালীতে ধর্ষণের শিকার যমজ বোনের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন
নোয়াখালী কবিরহাট উপজেলায় ধর্ষণের শিকার যমজ বোনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভুক্তভোগী পরিবারকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনি ও চিকিৎসা সহায়তা দিতে তারেক রহমানের পক্ষ থেকে বিষয়গুলো তুলে ধরেন জেলা বিএনপি, আইনজীবী নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নিপীড়িত নারী ও শিশু আইন সহায়তা সেল নোয়াখালী জেলার সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ।
তিনি বলেন, কিছু দিন আগে নোয়াখালীর কবিরহাটে যমজ বোনকে এক যুবক ধর্ষণ করে। সে ঘটনায় থানায় মামলা হয় এবং অভিযুক্ত আসামি কারাগারে আছেন। গণমাধ্যামে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি তাৎক্ষণিক সেলের অন্যতম সংগঠক ব্যারিস্টার কায়সার কামালকে ভুক্তভোগীর পক্ষে যাবতীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক ইতিপূর্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার বিষয়ে নোয়াখালী জেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দকে ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়।
এ সময় নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনর রশীদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল হোসাইন বুলবুল, প্রমুখ উপস্থিত ছিলেন।