
নিকলীতে সেনাবাহিনীর অভিযানে মাদক সহ ২জন গ্রেপ্তার
কিশোরগঞ্জের নিকলীতে বিশেষ অভিযানে ৭৭পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫গ্রাম গাঁজা সহ ২ জন বিক্রেতাকে আটক করেছে সেনা বাহিনী। শনিবার (৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিকলী সদর ইউনিয়নের পূর্ব গ্রাম সরদাহাটি ও জঙ্গীলহাটি এলাকায় অভিযান পরিচালনা করে টহলরত সেনাবাহিনর টিম নিকলী থানা পুলিশ।প্রায় দেড় ঘন্টাব্যাপী থানা পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারসহ ব্যবসায়ীদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন পূর্বগ্রাম জঙ্গীল হাটি এলাকার মৃত মোরশেদ আলীর পূত্র মোঃজাহাঙ্গীর আলম জানু(৪৭) সরদার হাটি গ্রামের মির্জালী ফকিরের পুত্র মো: শরীফ(৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নিকলী উপজেলার পূর্বগ্রাম সরদারহাটি ও জঙ্গীলহাটি এলাকায় অভিযান করে ২জনকে আটক করে।এসময় তাদের তল্লাশী করে পৃথক পৃথক ভাবে ৭৭পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাদের নিকলী থানায় মাদকসহ হস্তান্তর করে।এসময় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর মামলা রুজু করেন।যার নং ০৪।নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন,থানা পুলিশের সহায়তায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ২জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলেও তিনি যোগ করেন।মাদক বিরোধী অভিযানে জিরো টলারেন্স বলেও তিনি জানান।