
নওগাঁর রাণীনগরে তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। ২০২৪-২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর অতিরিক্ত উপ-পরিচালক খলিলুর রহমান। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কিভাবে বাড়ির আনাচে-কানাচে, পরিত্যক্ত জমি ও মাঠে তেল জাতীয় ফসলের চাষ করা যায় এবং উৎপাদন বৃদ্ধি করা যায় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামীকাল মঙ্গলবার তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষ হবে।