
ধরিয়ে দিন ধরিয়ে দিন এই বাটপারদেরকে ধরিয়ে দিন। ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরুষ্কৃত করা হবে। নাম মোহাম্মদ হাসান। পিতা মৃত আবুল ফজল, সাং উত্তর পাড়া ৭ নং ওয়ার্ড, চৌফলদন্ডী কক্সবাজার। এই বাটপার কে কেউ দেখলে অথবা ধরলে দয়া করে জানাবেন।
1-সিরাজুল ইসলাম
2-আফসার
3-জাহেদুল ইসলাম
4-নূরতাজা হাসান
5-হাসান
সৌদি আরব- দুবাই -ওমান -কাতার এবং অস্ট্রেলিয়ার -কানাডার ভিসা দেওয়ার কথা বলে। টেকনাফ -কক্সবাজার -ও ঈদগাঁও থেকে ৭০ লক্ষ টাকা মতো হাতে নিয়েছে এই দালাল চক্র।এছাড়াও ৫০ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের পাসপোর্ট এবং এনআইডি কার্ড বানিয়ে দেয় এই সংঘবদ্ধ চক্রটি।ইতিমধ্যেই টেকনাফ ও কক্সবাজার থানায় এদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। কেউ এদের সন্ধান দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।সবাই শেয়ার করুন যাতে অন্য কারো জীবন নষ্ট না হয়।