দৌলতদিয়ায় এইডস সনাক্তকরণ কার্যক্রম পরিদর্শনে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তর ও দেশের বৃহত্তম যৌনপল্লীর যৌনজীবীদের মধ্যে বিনামুল্যে ভ্রাম্যমান এইচআইভি/এইডস সনাক্তকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মারুফ হাসান ও রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভিসেন্স মেডিকেল অফিসার ডাঃ তুষার দাস।
বুধবার (২৮ মে) দুপুরে ঢাকা, মহাখালি স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে গত ২৭ মে মঙ্গলবার শুরু হয় এ কার্যক্রম।
চলমান এ কার্যক্রম সফল করতে কাজ করছেন, ঢাকা হতে আগত স্বাস্থ্য অধিদপ্তরের কাউন্সিলর সাবরিনা আক্তার, মেডিকেল টেকনোলজিস্ট রাম কৃষ্ণ রায়।
দ্বিতীয় দিনের কার্যক্রম পরিদর্শনে এসময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ব্রাক রিজিওনাল অফিস ম্যানেজার এ. এম. মিজানুর রহমান, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আতিকুল ইসলাম, ডাঃ প্রান্ত দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রমুখ।
কার্যক্রমে সহযোগিতায় রয়েছেন সুখ পাখি সেন্টারের ম্যানেজার নিলুফা ইয়াসমিন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, নাজরাতি নাফিয়া, কাউন্সিলর রূপা রানী কুন্ডু, মেডিকেল টেকনোলজিস্ট শাকিল সরদার, প্যারামেডিক মো. সাব্বির, মোছা: খাদিজা খাতুন, মৌসুমী আক্তার প্রমুখসহ গণস্বাস্থ্য কেন্দ্রের পিয়ার এডুকেটর গণ।
তিনদিন ব্যাপী এ কার্যক্রমে সহযোগিতায় নিরলসভাবে কাজ করছেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল, পায়াক্ট বাংলাদেশ ও সুখপাখি সেন্টার। কার্যক্রমটি ২৯ মে বৃহস্পতিবার পর্যন্ত চলবে।