
২০১১ সালে চট্টগ্রাম মেডিকেলের দেয়ালে আবিদ শুধু লিখেছিলো : “ছাত্রদলে যোগ দিন”।
অত:পর তিনদফা পিটিয়ে খুন করা হয়েছিলো ছাত্রদল নেতা আবিদকে।আওয়ামিলীগ সরকারের সময় সবাইকে মুক্ত করে দিয়েছিলো তাই খুনিরা এখন চিকিৎসক পরিচয়ে ঘুরে বেড়াচ্ছে৷। আদালত এতোবছর পর আবার তাদের আত্নসমর্পনের নির্দেশ দিয়েছে৷এদের যেখানেই পাবেন ধরে পুলিশে দেয়ার জন্য অনুরোধ রইল।