
দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত আমের রাজধানী খ্যাত যশোরের শার্শা উপজেলার বেলতলা আম বাজারে নামেই পরিচিত
যশোরের শার্শা উপজেলার বিভিন্ন অঞ্চলে এ বছর আমের ফলন খুবই ভালো হয়েছে বলে জানান।
এ বিষয়ে চাষীদের মতামত জানতে চাইলে, মোঃ হৃদয় হোসেন ও মোঃ হাসান, ও মোঃ বারিক, ও শহিদুল তিনি জানান। গত বছরের তুলনায় এ বছরেও আমের ফলন খুবই বেশি হয়েছে।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে আমের মুকুল এবং ফলন আগাম হয়েছে। যার কারণে আম দ্রুত বড় হয়েছে। এছাড়াও বর্তমান বাজারে গুটি আমের চাহিদা বেশি তাই তারা অনেক খুশি, আশা করি এবছরও ভালো লাভবান হব। আরো তিনি জানান, এবছরের প্রাকৃতিক আবহাওয়া ভালো থাকার কারণে আমের মুকুলে কোন ক্ষয়ক্ষতি হয়নি এজন্য আম ধরন খুবে ভালো হয়েছে।
চাষীরা আরো জানান এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আম চাষ সফলতা পেয়েছেন। ম্যাকডোনাল্ড বাংলাদেশ (প্রাঃ) লিঃ পেট্রোকেম বাংলাদেশ (প্রাঃ) লিঃ লারসেন কেমিক্যাল ইন্ডাঃ (প্রাঃ) লিঃ সাদিক এগ্রো কেমিক্যালস কোং লিঃ ব্যাবিলন এগ্রি সাইন্স লিঃ (মেসার্স রফিকুল ইসলাম) প্রোপাইটার মোঃ সাইজুল ইসলাম তিনি জানান আমাদের এ প্রোডাক্ট গুলো ব্যবহার করে চাষিরা খুবই আনন্দিত। এবং এই প্রোডাক্টগুলো চাষীদের চাহিদা বেশি।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা আম বাজারে গুটি আম বেচাকেনা শুরু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সরজমিনে বাজার ঘুরে দেখা যায়, প্রতি মণ আম ১৪ শ থেকে ১৬ শ টাকা দরে বিক্রি হচ্ছে।
জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের টক ডাউন ও আচার খাওয়ার কাজে ব্যবহার হচ্ছে এই আম। যশোর জেলার সীমানার শেষ স্থান ও সাতক্ষীরা জেলার প্রবেশদ্বার বেলতলা নামক স্থানে এই আম বাজারটি অবস্থিত।
বেলতলা বাজারে আম বিক্রি করতে আসা চাষি হৃদয় ও বারিক হোসেন জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে আমের মুকুল এবং ফলন আগাম হয়েছে। যার কারণে আম দ্রুত বড় হয়েছে। এছাড়াও বর্তমান বাজারে গুটি আমের চাহিদা বেশি ও কাঙ্খিত দামে বিক্রি করতে পেরে তারা অনেক খুশি।
মিম ট্রেডার্স এন্ড ফল ভান্ডার প্রোপাইটর হৃদয় জানান, এবছর গুটি আমের দাম ভালো এবং মুকামে চাহিদাও বেশি, তাই আশা করছি এ বছর আমাদের আড়ৎদারি ব্যবসা ভালো হবে।
বেলতলা আম ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, বাজারে আমাদের আড়তে গুটি আম বেচাকেনা শুরু হয়েছে। দিন যত বাড়বে তত আমদানি বৃদ্ধি পাবে। পাশাপাশি বাজারে আম বিক্রি করতে আসা চাষি ও বিভিন্ন মুকাম থেকে আম কিনতে আসা ব্যাপারীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার আছে।