ডিএনসি চাঁদপুরের যৌথ বাহিনীর অভিযানে একজন মাদক ব্যবসায়ী আটক।
চাঁদপুরের হাজিগঞ্জে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
গত ১ মে ২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ তাজুল ইসলাম এবং হাজিগঞ্জস্থ আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শরীফুল ইসলাম।
রেইডিং টিম হাজিগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়াজি বাড়ি এলাকার বাসিন্দা মোঃ সিয়াম হোসেন (২০), পিতা: মোঃ ফারুক গাইনকে ৫টি ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। আটককৃত সিয়াম চাঁদপুর জেলার হাজিগঞ্জ পৌরসভার বাসিন্দা।
অভিযান শেষে পরিদর্শক তাজুল ইসলাম বাদী হয়ে হাজিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা ডিএনসি কার্যালয়।
এই অভিযান মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।