
টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও দেশি মদ জব্দ: অপহৃত যুবক উদ্ধার
টেকনাফে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং দেশি মদ জব্দ করা হয়েছে। একইসঙ্গে অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
রবিবার (৬ জুলাই) দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।
তিনি জানান, যৌথ অভিযানে মোট ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের গুলি, ১৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ১টি জি-ত্রি রাইফেল, ১টি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ১টি অতিরিক্ত বিদেশি পিস্তল, ৩টি দেশীয় একনলা আগ্নেয়াস্ত্র, ১ কেজি আইস (মূল্য প্রায় ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা) এবং ৪ লিটার দেশি তৈরি মদ জব্দ করা হয়েছে।
অভিযানের সময় অপহৃত মোঃ সোহেল (২০) নামে এক যুবককে উদ্ধার করা হয়। তিনি টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত অস্ত্র ও মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। উদ্ধারকৃত ভিকটিমকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে